Image description

চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে এক প্রবাসীর বসতঘরে ঢুকে নারী, বৃদ্ধ ও যুবকদের মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আড়াইটা ও ভোর ছয়টার দিকে দুই দফায় সদর ইউনিয়নের বিলপুরে মোহাম্মদ ইব্রাহীমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকার মো. আরাফাত (২২), মো. তাছিন (১৬), মো. জাহেদ (২১) এবং রিজিয়া বেগম (৬০)। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আহতরা আবারও হামলার শিকার হন বলে জানান।

ভুক্তভোগী নারী রেহানা আকতার (২১) অভিযোগ করেন, শামসুল আলম (৫৮), জান্নাতুল মাওয়া ববি (৩০), জান্নাতুল মোকাদ্দেস (৫৫), জুঁইদন্ডীর মো. সালাউদ্দীন প্রকাশ জাহেদ (৩৫), ইসহাব উদ্দীন বল্লী (৩৩) এবং অজ্ঞাত ২০-২৫ জন এই হামলায় জড়িত। তিনি বলেন, “আমার স্বামীসহ তিন ভাই প্রবাসে থাকেন। প্রতিবেশী শামসুল আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তারা আমাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। বৃহস্পতিবার রাতে মো. সালাউদ্দীন প্রকাশ জাহেদের নেতৃত্বে ২০-২৫ জন আমাদের বাড়িতে ঢুকে মারধর করে। হাসপাতাল থেকে ফেরার পথেও আবার হামলা করা হয়।” রেহানা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে মো. সালাউদ্দীন প্রকাশ জাহেদ বলেন, “দুই পক্ষের বিরোধ নিয়ে সালিশি বৈঠকে আমি শামসুল আলমের আত্মীয় হিসেবে প্রতিনিধি ছিলাম। মারামারির সময় আমি পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “বারখাইনে জমি নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”