
মাদারীপুরের কালকিনি উপজেলায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি এবং যুবলীগের সদস্য সবুজ মৃধা (৩২)কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে র্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা।
সবুজ মৃধা কালকিনি উপজেলার মৃধা কান্দি এলাকার সেলিম মৃধার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, বিস্ফোরক, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এর মধ্যে তিনটি ধর্ষণ মামলা, তিনটি বিস্ফোরক মামলা, দুটি মানবপাচার মামলা এবং অন্যান্য দুটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, “সবুজ মৃধা একজন চিহ্নিত আসামি এবং যুবলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ১০টি মামলা এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে। র্যাবের সহায়তায় তাকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।”
Comments