
যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে তারেক সরদার (২৪) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গৌরীঘোনা গ্রামের বুড়িভদ্রা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, গৌরীঘোনা গ্রামের রেজাউল গাজীর ওল ক্ষেতের পাশে সিম তুলতে গিয়ে গ্রামের বাসিন্দা জোহর আলী প্রথমে মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা এসে মরদেহটি সোজা করলে নিহতের পরিচয় শনাক্ত হয়। নিহত তারেক সরদার গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে থেতলানো জখম, বাম কান দিয়ে রক্ত, নাক দিয়ে সাদা ফেনা এবং গলায় রশি দিয়ে শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন শরিফুল ইসলাম, এসআই মোকলেচুুর রহমান ও ভেরচী অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান।
নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তারা খুলনার ডুমুরিয়ার ভরাতিয়া সরকারি আবাসনে বসবাস করতেন। তারেক পেশায় টিউবওয়েল স্থাপন শ্রমিক ছিলেন এবং মাঝে মধ্যে ভ্যান চালাতেন। গত ১৩ আগস্ট বিকেল ৪টার দিকে তিনি স্ত্রীকে জানান, কারও কাছ থেকে টাকা আনতে যাচ্ছেন। এরপর তিনি আর বাসায় ফেরেননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাড়িতে রেখে গিয়েছিলেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Comments