সৎ মায়ের ছোঁড়া গরম পানিতে ঝলসে গেল স্কুলছাত্রের শরীর, অভিযোগ পারিবারিক নির্যাতনের

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক স্কুলছাত্রকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পারিবারিক নির্যাতনের বিষয়টি সামনে এসেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টায় উপজেলার গাছুয়া ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সায়েদুর রহমান (১৩) কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন।
জানা গেছে, দুই বছর আগে সায়েদুরের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হলে তার বাবা শাহেদা বেগমকে বিয়ে করে বিদেশে চলে যান। এরপর থেকেই শাহেদা বেগম সায়েদুরকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শাহেদা বেগম হঠাৎ করেই ফুটন্ত গরম পানি সায়েদুরের শরীরে ছুঁড়ে মারেন। এতে তার বুক, পিঠ, হাত-পা ও শরীরের অন্যান্য অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। আহত সায়েদুরকে প্রথমে তার চাচি ও দাদি উদ্ধার করে স্বর্ণদ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
সায়েদুর নিজেই জানায়, তার সৎ মা তাকে নিয়মিত মারধর করতেন এবং ঠিকমতো খেতেও দিতেন না। সে বলে, "আমি কিছু বললেই মারধর করতেন। আজ হঠাৎ করে গরম পানি দিয়ে পুড়িয়ে দিলেন।"
অভিযুক্ত সৎ মা শাহেদা বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Comments