
যশোরে স্থানীয় এক যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবলীগ নেতার নাম রেজাউল ইসলাম। যিনি ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত রেজাউল ইসলামকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং বাড়ির পাশেই গলা কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার পদপদবি নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, তার নামে একাধিক মামলাও রয়েছে।
এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments