Image description

বাঁশখালী উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ গত শনিবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৬টায় উপজেলা পরিষদের গেইট থেকে ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ভ্রমণ শুরু হয়। ভ্রমণে অংশগ্রহণকারীরা কাপ্তাই জলবিদ্যুৎ লেক, রাঙ্গামাটি এবং ট্রলারযোগে নদীপথে সুবলং ঝর্ণাধারাসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। ভ্রমণ শেষে পরদিন রাতে তারা বাঁশখালীতে ফিরে আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, সদস্য সচিব মুহা. মিজান বিন তাহের, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাহফীমুল ইসলাম এবং দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মো. ছৈয়দুল আলম প্রমুখ।

আনন্দ ভ্রমণে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।