
সিরাজগঞ্জের তাড়াশে উত্তর ওয়াবদা বাঁধের সড়কের মাঝে তৈরি হয়েছে মাত্র একটি বড় গর্ত। তবে যে গর্তটি দূর্ভোগের কারণ হয়েছে হাজারো মানুষের। বন্ধ হয়েছে গেছে ওই সড়কে যানচলাচল। যার কারণে ছোট-বড় সকল ধরনের যানবাহন নিয়ে ঘুড়ে যাচ্ছে পথচারী। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পশ্চিম ওয়াবদা বাঁধ হয়ে তাড়াশ হসপিটাল পর্যন্ত আনুমানিক ১ থেকে দেড় কিলোমিটার পাকা সড়কে মাঝে মাঝেই খুরে পানি পারাপার করেছেন স্থানীয়রা। যার ফলে তৈরি হয়েছে অনেকগুলো ছোট বড় গর্ত। তবে এর মাঝেই গর্তগুলতে গাড়ী আটকে আটকে বড় গর্তের তৈরি হয়ে পরেছে। আজ বিকেল ৪ টার দিকে একটি ভটভোটি গর্তে পরে আটকে আছে। বর্তমানে ওই পথে আর কোন গাড়ী চলাচল করতে পারছেনা। যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
ওই পথে আটকিয়ে থাকা পিকআপ চালক রবিউল ইসলাম বলেন, আমি পিক-আপে করে বয়লার মুরগী নিয়ে ঢাকা যাচ্ছি। কিন্তু এখানে সামনেও যেতে পারছিনা আবার পেছনেও যেতে পারছি। এদিকে মুরগী গুলো যথাসময়ে পৌছাতে না পারলে বড় ক্ষতির সম্ভাবনা আছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক, মোফাজ্জল হোসেন সহ বেশ কয়েকজন জানান, প্রায় দুই মাস ধরে এমন বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন এখানে যানবাহন বিকল হয়ে থাকে কিন্ত কতৃপক্ষের নজর কিছুতেই পরছে না।
এ বিষয়ে তাড়াশ উপজেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুর রহমান বলেন, আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আমাদের এলজিডির সড়ক হলে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, আমি বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
Comments