কয়রায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে তার অনুসারীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ব্যানারে প্রায় দুই হাজার নেতাকর্মী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার (মধুর) মোড়ে সমাবেশ ও মানববন্ধন করেন।
মানববন্ধনে নেতাকর্মীদের হাতে ‘বাবুল ভাইয়ের বহিষ্কার নয়, স্বীকৃতি চাই’, ‘আমরা বাবুল ভাইয়ের পাশে, সত্যের পাশে’, ‘বাবুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘বাবুল ভাই দলের পরীক্ষিত নেতা, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই’—এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
নেতাকর্মীরা দাবি করেন, স্থানীয় ও জেলা পর্যায়ের কোন্দলের কারণে কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা নূরুল আমিন বাবুলকে বহিষ্কার করা হয়েছে। তারা বলেন, বাবুল আন্দোলন-সংগ্রামে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন এবং বারবার কারাবরণ করেছেন। তিনি উপজেলার সাতটি ইউনিয়নের নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীরা তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং এ দাবি না মানা হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন— আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বায়োজিদ হোসেন বাচ্চু, কয়রা বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আ. মজিদ মিস্ত্রি, আ. গফফার, এফ এম মহররম হোসেন, নাজমুল হুদা, কামরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, এ করিম, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, আবু তায়েব, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইলিয়াস জনী, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরুন, সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, শ্রমিক দল নেতা আকবার হোসেন, আ. রউফ, আজিজুল ইসলাম, তাঁতী দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্রনেতা মেহেদি হাসান সবুজ, শেখ মামুন, তৌহিদুর রহমান, মেহেদি, মহিলা দল নেত্রী ফাতেমা খাতুন, মাহফুজা ও রুবিনা।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের অভিযোগে নূরুল আমিন বাবুলকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
Comments