Image description

গাজীপুরে কর্মরত প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে ময়মনসিংহের ধোবাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, খুনিদের দ্রুত ফাঁসির আওতায় আনতে হবে অন্যথায়, সাংবাদিকদের আন্দোলন পর্যাক্রমে আরও বেগবান হবে এবং তা অব্যাহত থাকবে। 

এসময় উপস্থিত ছিলেন, ধোবাউড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মানিক, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া সৌরভ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন লিটন, ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আজহারুল ইসলাম কাজলসহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।