Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে নাইমুর রহমান হৃদয়কে আহ্বায়ক এবং আবুল কাশেম নূরীকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, আগামী ১৫ দিনের মধ্যে পেকুয়া উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় পূর্বে পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য এবং শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রদলের নিবেদিত প্রাণ ও কর্মীবান্ধব নেতা হিসেবে সুপরিচিত। এদিকে, সদস্য সচিব আবুল কাশেম নূরী পূর্বে উপজেলা ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নাইমুর রহমান হৃদয় বলেন, “আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পেকুয়ার রূপকার আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি, যারা আমার ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করব। পাশাপাশি মানবিক ও সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকব। পেকুয়া উপজেলা ছাত্রদল মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে।”

সদস্য সচিব আবুল কাশেম নূরী বলেন, “এই দুঃসময়ে দায়িত্ব পাওয়া গর্বের, তবে একটি বড় চ্যালেঞ্জ। আমরা তরুণ ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করব, যারা ছাত্রদলের আদর্শ বাস্তবায়নে নেতৃত্ব দিতে পারবে।”

নতুন কমিটির মূল লক্ষ্য হবে গঠনমূলক রাজনীতি ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলা, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সংগঠনকে শক্তিশালী করে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ নিশ্চিত করা।