
ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর আশ্রয়ন প্রকল্পে অতিরিক্ত মদ্যপানের কারণে বিপ্লব ও সুধীর নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৮ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মৃত বিপ্লব রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ি এলাকার বাবলুর ছেলে। অপরদিকে, সুধীর একই উপজেলার বলদিবাগান এলাকার ভুবনের ছেলে। তারা দুজনই পরিবার নিয়ে ছোট কালামপুর আশ্রয়ন প্রকল্পে বসবাস করতেন এবং পেশায় কুইচা ধরার কাজ করতেন।
জানা যায়, গত ৬ আগস্ট বিপ্লব ও সুধীর নিজ বাড়িতে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। তাদের পরিবার হাসপাতালে না নিয়ে বাড়িতেই ঔষধ সেবন করায়। কিন্তু শুক্রবার ভোরে তাদের মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের সদস্যরা লাশ গোপনে নিজ এলাকায় নিয়ে দাফনের উদ্দেশ্যে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, “নিহত বিপ্লব ও সুধীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”
Comments