নাটোরে প্রাইভেটকার থেকে নামিয়ে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে প্রাইভেট গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০ টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানা পুলিশ জানায়, রাত ১০ টায় নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান স্থানীয়রা। এসময় দূরে থাকা লোকজন এগিয়ে এসে গাড়িতে গলা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে। নিহত সাইদুরের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত ওসি মমিনুজ্জামান বলেন। মরদেহ উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Comments