শহীদ শুভ ও মাসুদ রানার কবরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন
জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শুভ ও মাসুদ রানার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথক কর্মসূচির মাধ্যমে তাঁদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি।
সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শংকরচন্দ্র গ্রামে শহীদ শুভর কবরে পুষ্পমাল্য অর্পণ করে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল।
সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ শুভ’র আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বক্তারা বলেন, "গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ছাত্র-জনতার অধিকার রক্ষার আন্দোলনে শহীদ শুভ ছিলেন অগ্রসেনানী। তাঁর আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।"
বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শহীদ শুভদের মতো সাহসী ও আদর্শনিষ্ঠ কর্মীদের আদর্শ ধারণ করে সামনের আন্দোলনকে আরও বেগবান করতে হবে। গণতন্ত্রের জন্য যেসব শহীদ তাঁদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ত্যাগ কখনো বৃথা যেতে পারে না।
এ সময় অংশগ্রহণকারীরা শহীদ শুভ’র কবরের পাশে নীরবতা পালন করেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন।
একই দিনে সকাল ৯টায় আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মাসুদ রানার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল ছালাম বিপ্লব, ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আমানুল্লাহ আমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শহীদ শুভ ও শহীদ মাসুদ রানা ছিলেন ছাত্র-জনতার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাহসী দুই মুখ। প্রতিবছর চুয়াডাঙ্গা জেলা বিএনপি তাঁদের স্মরণে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করে থাকে।
Comments