
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকায় রোববার দিবাগত রাতে শাজাহান মিয়া (৪৬) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত শাজাহান মিয়া গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার এনায়েতপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় নুরুল গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন।
নিহত শাহজাহান মিয়ার স্বজনরা জানান ১৮ বছর পূর্বে শাহজাহান মিয়া কালিয়াকৈর উপজেলার গর্জনখালি এলাকার দারোগালীর মেয়ে সিলভিয়াকে বিয়ে করেন। নিহত শাহজাহানের ধ্রুব (১৪) এবং জিস্তি (১১) নামের দুটি ছেলে রয়েছে। বিয়ের পর শাজাহান এনায়েতপুর নিজ বাড়ি ছেড়ে কালিয়াকৈরে এসে বসবাস শুরু করেন। সম্প্রতি টান কালিয়াকৈরের মারুফের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
নিহত মারুফের ভগ্নিপতি ইমান উদ্দিন জানান, নিহত শাজাহান মিয়া বিয়ে করার পর থেকেই তার বাবা ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো ছিল না এবং নিহত শাহজাহানের স্ত্রী সিলভিয়ার সাথেও বিভিন্ন বিষয় নিয়ে শাহজাহানের মনোমালিন্য চলে আসছিল।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই জামিল হোসেন জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
Comments