Image description

খুলনায় আল আমিন নামে এক ঘের ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি সড়কে তার মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকায় পল্লবের বাড়ির কাছে আল আমিনকে হত্যা করা হয়। নিহত আল আমিন ছিলেন ঘের ব্যবসায়ী এবং দৌলতপুরের সাহেদ আলীর ছেলে। ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিআইডি তদন্ত শুরু করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) তাজুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুতই অপরাধীদের ধরা সম্ভব হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।