
শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাছেন আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় হাছেন আলীকে নোটিশ দিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা। এর পরপরই জেলা কমিটি তাকে উপজেলা জামায়াতের আমীর পদ থেকে অব্যাহতি দিয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা জানান যে, হাছেন আলীসহ চারজন অধ্যক্ষ দাবি করে আসছেন। তবে বর্তমানে হাছেন আলী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন। কলেজটি এমপিওভুক্ত হলেও জটিলতার কারণে এখনো শিক্ষক-কর্মচারীদের বেতন হয়নি। সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, শিক্ষক-কর্মচারীর তালিকা তৈরিতে অনিয়মসহ তার (ইউএনও'র) স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইউএনও বলেন, "জবাব পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরপরই বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয় আল নুর ট্রাস্টে দলীয় ফোরামের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাছেন আলীকে উপজেলা জামায়াতের আমীরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর আবু তাহের উপজেলা জামায়াতের আমীর হাছেন আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি স্বীকার করলেও কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
Comments