Image description

"গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার" শিরোনামে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় গত ২ জুলাই ২০২৫ তারিখে সংবাদ প্রকাশ হলে, খুলনার পাইকগাছা সীমান্তবর্তী সাতক্ষীরার ও তালা উপজেলার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ পুনরায় শুরু করেছেন সংশ্লিষ্ট এস এ-জেডটি (জেভি)’ ঠিকাদার প্রতিষ্ঠান।

স্থানীয় সরকার পাইকগাছা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) থেকে সর্বশেষ ২০২৫ সালে এস এ-জেডটি (জেভি), দক্ষিণ টুটপাড়া ক্রস রোড-২ খুলনা কে বারংবার তাগিদ প্রদান করার পরেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঠিকাদার প্রতিষ্ঠানের কোন ইতিবাচক সাড়া না পাওয়ায়, গত ২০২৩ সালের মার্চ মাসের ১০ তারিখে নির্বাহী প্রকৌশলী খুলনা বরাবর ব্রীজ নির্মাণ কাজে ২৮ দিনের চুড়ান্ত নোটিশ প্রদান এবং কাজ বাতিলের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ করে স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর পাইকগাছা। এমন তথ্য "দৈনিক মানবকণ্ঠ" পত্রিকার প্রতিবেদকের হাতে পৌঁছালে তিনি সরেজমিনে পরিদর্শন করে মানবকণ্ঠ পত্রিকায় প্রতিবেদন তুলে ধরলে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নজরে আসলে নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর খুলনা ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তর পাইকগাছা কে আবু সালেহ মো. হানিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ,দা) মনিটারিং ও মূল্যায়ন এর স্বাক্ষরিত গত ১৩ জুলাই ২০২৫ নথি পরীক্ষান্তে উক্ত সড়কের কাজের বাস্তব ও আর্থিক অগ্রগতিসহ চুক্তি অনুযায়ী গৃহীত ব্যবস্থা এবং সেতুর অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ অক্টোবর কপোতাক্ষ নদের উপর পাইকগাছার সীমান্তবর্তী শালিখা সেতু নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ৭ (সাত) কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা ছিল এই সেতুটি।পাইকগাছা উপজেলাধীন বাঁকা জিসি-পাটকেলঘাটা জিসি সড়কে ৭ হাজার ১শ মি: চেইনেজে শালিখা নদীর উপর ছেষট্টি মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজটি গত ২০২৩ সালের ৩১ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও সেটা শেষ হয়নি। ব্রীজের ষাট শতাংশ কাজ করার পর ২০২৪ সালের আগস্ট থেকে কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও যন্ত্রপাতি হঠাৎ করেই রাতের আঁধারে সাইট থেকে উধাও করে দেয়।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এস এ-জেডটি(জেভি)'র স্বত্বাধিকারী জিয়াউল আহসান মুঠোফোনে যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাইকগাছা উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব জানান, ইতিমধ্যে শালিখা সেতুর নির্মাণের কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। আশা করি দ্রুত সময়ের মধ্যে এ গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ শেষ হবে।

উক্ত বিষয়ে পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বলেন, এই সেতু নির্মাণের কাজ পুনরায় শুরু করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান।আশা করছি দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। এই সেতু নির্মাণের কাজ শেষ হলে দুটি উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভালো হবে।