এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকে ধাক্কা, আহত ২

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাক অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে চালক ও হেলপার গুরুতর আহত হয়ে ট্রাকে আটকা পড়েন। বুধবার (৩১ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঘটে ঘটনাটি।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, শ্রীনগর থেকে ঢাকাগামী একটি ট্রাক এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অপর একটি ট্রাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। গুরুতর আহত অবস্থায় ট্রাকে আটকা পড়া চালক ও হেলপারকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Comments