Image description

বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর।

২৬ জুলাই সকালে জলঢাকা শহরের বগুলাগাড়ি চৌধুরীপাড়াস্থ মাহেরীন চৌধুরীর সমাধী স্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরআগে এক মিনিট নিরবতা পালন শেষে মাহেরীন চৌধুরীর আত্মত্যাগে গভীর শোক প্রকাশ প্রকাশ ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও এর শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে সেক্টর কমান্ডার ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর, নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক, রংপুর ব্যাটালিয়ন পরিচালক(লজিষ্টিকস) অংশগ্রহণ করেন।