
খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিএনপি সমর্থিত লোকজন অনিয়ম, দুর্নীতি ও মিথ্যা মামলায় জড়িয়ে জনসাধারণকে হয়রানি করার অভিযোগে পরিষদে এই তালা ঝুলিয়ে দেয়।
জানা যায়, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু ২০১৬ সালে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। পরপর দুই মেয়াদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও জনসাধারণকে হয়রানির অভিযোগ ওঠে। তারই জেরে বিএনপি সমর্থিত লোকজন বেলা ১২টার দিকে ইউপি কার্যালয়ে ঢুকে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
এ ব্যাপারে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হরিদাস কুন্ডু বলেন, ‘বিএনপি সমর্থিত লোকজন পরিষদে এসে চেয়ারম্যান সাহেব আছে কিনা জানতে চান। এরপর বলে অফিস কিছু সময়ের জন্য বন্ধ রাখতে। আমরা তালাবদ্ধ করে ইউএনও অফিসে যাই। পরে দেখি আমাদের তালার পাশে ডাবল তালা মেরে দিয়েছে।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু বলেন, ‘আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছে আশা করি তদন্ত হলে সব মিথ্যা প্রমাণিত হবে। সম্প্রতি আরাজি ডুমুরিয়ায় একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে পারভেজ গাজীর সাথে মতবিরোধ সৃষ্টি হয়। অনৈতিকভাবে রাস্তার কিছু ইট নিয়েছেন তিনি। একইসঙ্গে আরো কিছু ইট দাবি করেন। যেটা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে এ ধরণের মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে।’
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, ‘বিষয়টি জানার পরই পরিষদের তালা খুলে দেওয়া হয়। তাছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
Comments