Image description

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি ‘টর্চার সেলের’ সন্ধান পেয়েছে র‍্যাব ও পুলিশ, যেখান থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র এবং থানা থেকে লুট হওয়া গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে বহদ্দারহাট কাঁচাবাজারের পেছনে মাছ বাজারের তৃতীয়তলায় পরিচালিত এই অভিযানে ১০ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ১০ জন হলেন– বোরহান উদ্দিন, মো. মারুফ, আল আমিন, মিজানুর রহমান, রোকন উদ্দিন, শান্ত মজুমদার, মো. অন্তর, রিবো পাল, মো. রাহাত ও মো. ফরহাদ। ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‍্যাব ও পুলিশ জানিয়েছে, এই আস্তানাটিকে সন্ত্রাসীরা চাঁদা না দেওয়া লোকজনকে এনে নির্যাতন করার জন্য ব্যবহার করত। টর্চার সেলটি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইশ্যা গ্রুপের বলে জানা গেছে। অভিযানের সময় সেলটির ভেতর থেকে পুলিশের ব্যবহৃত গুলি, গুলির খোসা, ইলেকট্রিক শক মেশিন, হট এয়ারগান, চাপাতি, চাইনিজ ছুরিসহ বিপুল পরিমাণ মাদক এবং দেশি অস্ত্র ও নির্যাতনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, উদ্ধারকৃত কিছু গুলি গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, সোমবার বিকেলে নগরের খতিবেরহাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পু ও শহীদুল ইসলাম বুইশ্যার গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। টেম্পুর বিরুদ্ধে ৩০টি এবং বুইশ্যার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। এই ঘটনার পরই রাতে ওই আস্তানায় অভিযান চালানো হয়।