Image description

চট্টগ্রামের আনোয়ারা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৪৩) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

র‍্যাব জানায়, রায়পুরের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা মজুতের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মনোয়ারার দেওয়া তথ্যমতে ঘরের বারান্দায় খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে বিশেষভাবে মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। এই প্যাকেটগুলোতে মোট ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এম. আর. এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনোয়ারা বেগম স্বীকার করেছেন যে, তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরবর্তীতে এসব ইয়াবা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হতো। উদ্ধার হওয়া ইয়াবাসহ মনোয়ারা বেগমকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।