
বরিশালে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচিতে দুই গ্রুপের মধ্যে হামলা ও মারামারির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। হামলায় আহতরা হলেন— মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব মো. আমজাদ পোদ্দার (৪৫), যুবদলকর্মী আকের ফরাজি, নান্নু বেপারী, সহিদ দেওয়ান।
আহত আমজাদ পোদ্দার জানান, তিনি সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদের অনুসারী। আজকে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচি অনুযায়ী বরিশাল মহানগর ও জেলা যুবদলের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করি। সভায় অংশগ্রহণ করায় বরিশাল জেলা (উত্তর) যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর নেতৃত্বে মেহেদীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম উদ্দিন তুহিন মীর, সদস্য সচিব মাজারুল ইসলাম পারভেজ খন্দকার, যুবদলের সদস্য মনির, ফয়সাল, বাকের, ফরিদ, রিয়াজ, ইলিয়াস পাঠানসহ ৩০/৪০ জন অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন আমজাদ পোদ্দারসহ চারজন।
আহত আকের ফরাজি বলেন, আজকে দলীয় কর্মসূচিতে আমরা মেহেন্দিগঞ্জ থেকে আমজাদ পোদ্দার এর নেতৃত্বে ৪০-৫০জন আলাদাভাবে এসেছি। এ কারণে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বরিশাল জেলা (উত্তর) যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু বলেন, এ ধরনের হামলা মারধরের কোন খবর আমার জানা নেই।
আহত আমজাদ পোদ্দারসহ অন্যরা জানায়, সালাউদ্দিন পিপলু এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজী, টেন্ডারবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এদিকে আহত চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন আমজাদ পোদ্দার।
Comments