
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বৃত্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
পত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান- এই চারটি বিষয়ে পরীক্ষা নেয়া হবে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে ৫০ শতাংশ করে একটি সমন্বিত পরীক্ষা নেয়া হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। তবে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
প্রথম সাময়িক পরীক্ষার ভিত্তিতে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ রাখা হয়। ২০২২ সালে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হলেও তা কার্যকর হয়নি। পরে বিকল্প হিসেবে মেধাবৃত্তি ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করা হয়। দীর্ঘদিন পর অন্তর্বর্তী সরকার আবারও প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালু করতে যাচ্ছে।
Comments