Image description

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর আওয়ামী ফ্যাসিষ্টদের হামলার ঘটনায় সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে বেঞ্চ ফেলে অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫ টার দিকে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের মাঝের লেনের উভয় পাশে যানজট লেগে যায়। 

ধামরাই থানার যুগ্ন সমন্বয়কারী (এনসিপি) উজ্জ্বল ইসলাম জানান, গোপালগঞ্জে ঘটনাকে কেন্দ্র করে আমরা সাভার মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করেছি। এরপর বিকেলে ধামরাইতে অবরোধ করে প্রতিবাদ করছি। ৩০ মিনিট অবরোধ করে রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। 

এ সময় এনসিপির আরো উপস্থিত ছিলেন, কাওছার আহমেদ, সামিউল ইসলাম লিমান, শহিদুল ইসলাম, রাইসুল ইসলাম। মহাসড়ক অবরোধ করার ফলে রাস্তার উভয় পাশে যানজট লেগে যায়।