
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামিম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষার্থী কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনি।
তিনি বলেন, সৈকতে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে নামে। এ সময় পানির টানে ভেসে যায় সে। পরে সাগরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির ৪০ মিনিট পর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
Comments