Image description

বাবার রেখে যাওয়া বাড়ি দখলে নিতে নিজের বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় ঘটনাটি ঘটে ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বৃদ্ধার ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভ (৩২), হামলায় জড়িত থাকার অভিযোগে শহরের চকদেব এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ খোকন (৪৫) এবং শহরের কাজীর মোড় এলাকার চান্দুর ছেলে নাহিদ ইসলাম (৩৫)।  ভুক্তভোগী বৃদ্ধা বিলকিস আক্তার (৬২)। তার এক ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে কানাডায় থাকেন। 

জানা যায়, শহরের কাজীর মোড়ে বিলকিস আক্তারের স্বামী প্রায় ৩০ বছর আগে নিজের ১০ শতাংশ জমির ওপর দোতলা বাড়ি নির্মাণ করেন। ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে তিনি বসবাস করে আসছিলেন। সোমবার বেলা ১১টার দিকে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে আসতে চাইলে তার ছেলে সৌরভ তাকে প্রবেশে বাধা দেন। এরপর ওই বৃদ্ধা মা সিঁড়ির পাশেই সন্ধ্যা ৬টা পর্যন্ত বসে ছিলেন। ঘটনাটি জানাজানি হলে বিকেলে গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের কর্মীরা ওই বাড়িতে যান। তাদের উপস্থিতিতেই মা ও ছেলের পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষ হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দুই পক্ষকেই আলোচনার জন্য থানায় নিয়ে যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, "বৃদ্ধ মাকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেয় তার ছেলে সৌরভ এবং তার বন্ধুরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ তাদের দুই পক্ষকেই আলোচনার জন্য থানায় নিয়ে আসে। আলোচনা চলা অবস্থায় সৌরভ তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করতে চায়। পুলিশ তখন তাকে আটক করে।" 

বৃদ্ধা ওই মা কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে অভিযুক্তদের সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিলকিস আক্তারের স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির জমি নিয়ে ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভের সঙ্গে মা বিলকিস আক্তারের বিরোধ সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তার তিন সন্তান ওই বসতবাড়ির অংশীদার হন। কিন্তু বসতবাড়ির পুরো সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য সৌরভ তার মাকে চাপ দিতে থাকেন। মা ও বোনেরা তাকে বসতবাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয়। ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় বিলকিস আক্তার ২০২১ সাল থেকে অধিকাংশ সময় নওগাঁ শহরেই বড় মেয়ের বাড়িতে থাকছেন।