
যশোরের মনিরামপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পার্কিংয়ে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলার খলসী গ্রামের আয়ুব খন্দকারের ছেলে ড্রাইভার রাজু আহমেদ (৩২) ও একই উপজেলার বোয়ালিয়া গ্রামের হেল্পার এরফান মিন্টু।
দুর্ঘটনার খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।
এসময় থানা পুলিশ ট্রাক দুটি জব্দ করে নিয়ে যায়।ধারণা করা হচ্ছে, দ্রুতগতি এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরাগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মনিরামপুর শহরের একটি ফিলিং স্টেশনের কাছে রাস্তার পাশে রাখা আরেকটি ট্রাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ট্রাকেরচালক ও হেলপার নিহত হন।
মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেলেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি।
মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে।'
Comments