Image description

ফরিদপুরে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা দম্পতি ও তাঁদের জামাতাকে আটক করেছে পুলিশ। তাঁদের সহযোগিতার অভিযোগে স্থানীয় দুই দালালকেও আটক করা হয়েছে।  রোববার বেলা তিনটার দিকে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

আটক রোহিঙ্গারা হলেন কক্সবাজার সদর উপজেলার মারিগোলা গ্রামের বাসিন্দা আবদুস সোবাহান (৭৫), তাঁর স্ত্রী হাসিনা বেগম (৪৫) ও তাঁদের জামাতা মো. তৈয়ব (৩০)। আর আটক দালালেরা হলেন ফরিদপুর শহরের কমলাপুর এলাকার সিয়াম আহমেদ (২৭) ও বটতলা এলাকার রাশেদ খান (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা দম্পতির পাসপোর্ট করে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা নেন সিয়াম ও রাশেদ। গতকাল টাকা দেওয়ার পরও পাসপোর্টের কোনো কার্যক্রম শুরু না করে দালালেরা তাঁদের হুমকি দিতে থাকেন। একপর্যায়ে প্রতিবাদ করায় তৈয়বকে মারধর করেন তাঁরা। পরে তৈয়ব পাসপোর্ট অফিসে ঢুকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সহায়তা চান।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, তাঁরা রোহিঙ্গা হলেও দীর্ঘদিন আগে বাংলাদেশে এসেছেন। দালালদের মাধ্যমে পাসপোর্ট করতে এসে প্রতারণার শিকার হয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আটক তিন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা যদি কোনো রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে সেখানেই পাঠানো হবে। অন্যথায় তাঁদের নিজ আবাসনে ফেরত পাঠানো হবে। আটক দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।