বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, লজ্জায় ছাত্রীর আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ায় লজ্জায় আত্মহত্যা করেছে দশম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শালমারা ইউনিয়নের বাদীর মেয়ে এবং একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে জিহাদ মিয়া একই বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। এই পরিচয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জিহাদ মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এর ফলে মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বিষয়টি পরিবার ও এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে মেয়েটি জিহাদকে বিয়ের জন্য চাপ দেয়। তবে জিহাদ মিয়া, তার বাবা জুয়েল মিয়া ও ডলি বেগম মেয়েটিকে গর্ভের সন্তান নষ্ট করতে বলে। তারা বিয়েতেও অসম্মতি জানায় এবং মেয়েটিকে আত্মহত্যার প্ররোচনা দেয়। গত ৭ জুলাই (শুক্রবার) দুপুর ২টায় মেয়েটি ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানিয়েছেন, তারা এজাহার পেয়েছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
Comments