
নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ স্টেডিয়ামের সামনে থেকে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের চোখ, গলায় ও দুই হাতে আঘাতের দাগ রয়েছে বলে পুলিশ জানায়। আজ ভোরে পথচারীদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পথচারীরা জানান, স্টেডিয়ামের সামনে থেকে সাইনবোর্ড পর্যন্ত অন্তত ৮টি ক্লাব রয়েছে। সারারাত প্রতিটি ক্লাবে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে শতশত নারী পুরুষের নাচ গান চলে। অপর দিকে ক্লাবগুলোর সামনেই প্রতিদিন লোমহর্ষক ছিনতাই ও খুন সংগঠিত হচ্ছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, মরদেহটি সম্ভবত এখানে ডাম্পিং করা হয়েছে। অন্য কোথাও হত্যার পরে এখানে ফেলে দিয়েছে। মরদেহের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
Comments