Image description

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। 

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (২৯) এবং একই উপজেলার আব্দুল মান্নানের ছেলে মাহমুদুল হাসান মুন্না (৩১)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে ঢাকা থেকে কুমিল্লাগামী ‘তিশা প্লাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাসটিকে জব্দ করেছে জনতা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।