
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুরাতন বাস্তপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে আক্তারুজ্জামান (৫০) ও আলম হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আক্তারুজ্জামান তার গবাদি পশুর জন্য বিদ্যুতিক মেশিনে বিচুলি (খড়) কাটছিলেন। বিচুলি কাটার সময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে ছোট ভাই আলম হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Comments