
লক্ষ্মীপুরের কমলনগরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন "কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি" নামের একটি সামাজিক সংগঠন। সোমবার (২৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে।
সংগঠনটির আহবায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সদস্য সচিব মুফতী শরীফুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, হেফাজত নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, গনঅধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব সোলাইমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্কাস আলী,খেলাফত মজলিস নেতা ওমর ফারুক প্রমুখ।
পল্লী বিদ্যুতে অসহনীয় লোডশেডিং বন্ধ, ভূলুয়া নদী খনন, সকল খাল দখলমুক্ত করা,কাজের বিনিময় খাদ্য কাবিখা প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা ও হতদরিদ্রদের জন্য আসা ভিজিডি তালিকা লটারির মাধ্যমে দেওয়ার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়।
কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতে অসহনীয় লোডশেডিং মাত্রা ছাড়িয়ে গেছে। প্রচন্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। রাতদিন মিলে ৭-৮ ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেনা কমলনগরবাসী। এছাড়া ভূলুয়া নদী খনন করা, সকল খাল দখলমুক্ত করা,কাজের বিনিময় খাদ্য কাবিখা প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি ভিজিডি তালিকা লটারির মাধ্যমে দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা স্মারকলিপি পেশ করেছেন। বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
Comments