খুলনায় ভূয়া এলসির মাধ্যমে টাকা আত্মসাতের দায়ে এক ব্যক্তির দশ বছরের কারাদণ্ড

খুলনায় ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাৎ এর মামলায় এসএম হাফিজুর রহমান নামের এক ব্যক্তির দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় দুর্নীতি দমন কমিশনের পিপি সেলিম আল আজাদ এই তথ্য নিশ্চিত করেন।
রায় ঘোষণার সময়ে এস এম হাফিজুর রহমান পলাতক ছিলেন। তার বাড়ি খুলনার মুন্সিপাড়া প্রথম গলি এলাকায়।
আইনজীবীরা জানান, ২০১৪ সালে আইএফআইসি ব্যাংকের কস্টিক সোডা আমদানির নামে ভুয়া এলসির মাধ্যমে ৬৪ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা আত্মসাৎ করেন এসএম হাফিজুর রহমান। এ ঘটনায় ২০১৪ সালের ২৯ এপ্রিল খুলনা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন মামলা নম্বর ২৯ /১৭। ২০১৭ সালের ৯ এপ্রিল তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী আদালতে অভিযোগ পত্র দায়ের করেন।
Comments