বাউফলে ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালীর বাউফলে আওয়ামী ফ্যাসিস্ট ও কথিত হলুদ সাংবাদিক কর্তৃক ইউএনও মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে শেষ হয়।
কারখানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ এইচএম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা দলের সদস্য সচিব আঃ রহমান, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন রেজা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল আল ফাহাদসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, বাউফলে কিছু হলুদ সাংবাদিক ও আওয়ামী ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম (ইউএনও) মহোদয়কে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে উপজেলার সুনাম, প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়াসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে।
এসব সাংবাদিকরা নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে ইউএনও’র ব্যক্তিগত এবং পেশাগত সম্মান ক্ষুন্ন করতে বারবার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এদের কারণে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা বাউফলে আসতে বা এখানে অবস্থান করতে অনিহা প্রকাশ করেন।
বিক্ষোভে অংশ নেয়া বক্তারা আরও বলেন, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেয়া হলে বাউফলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। প্রশাসনের প্রতি আহ্বান, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। আমরা বাউফলকে এ ধরনের দুষ্ট চক্রের হাত থেকে মুক্ত চাই।
এই প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং ব্যানার-প্লাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
Comments