
হবিগঞ্জের বাহুবলে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চারগাঁও নামক স্থানে শামীম এন্টারপ্রাইজের মোমেনশাহীগামী বাস ও কুমিল্লা থেকে সুনামগঞ্জগামী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত ও ৫০ জন আহত হয়।
নিহত দুই বাস চালকের মধ্যে একজন ময়মনসিংহ সদরের মাশকান্দা গ্রামের সুলতান মিয়ার ছেলে তৌকির (৩০)। অপর চালকের পরিচয় পাওয়া যায়নি৷ লাশ দুটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকা গামী শামীম পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের দুই চালক নিহত হয়েছেন। বাহুবল ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাইমুল হাসান বলেন, দুই বাসের দুইজন চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
অপরদিকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা -সিলেট মহাসড়কে বাহুবলের মহিষদুলং নামক স্থানে হবিগঞ্জের বিরতিহীন বাস (ঢাকা মেট্রো-ব ১৪-২৯৭০) এবং (ঢাকা মেট্রো-ড- ১১-২৬৮৯) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক চালকসহ ২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় চালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এর আগে বেলা ২ টার দিকে মহাসড়কের চলিতাতলা ও শেওরাতুলী এলকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতেও বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় সমাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
Comments