
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আইকনিক পরিবহনের এসি বাসের ধাক্কায় এক পথচারী ও এক নৈশপ্রহরী নিহত হয়েছে। রোববার (১৮ মে) রাত ১১.৪৫ টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউপির হাসেরদীঘি ও পৌর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকনিক এক্সপ্রেস নামে একটি এসি বাসের মালামাল রাখার সাইট বক্সের ডালা খোলা থাকায় দ্রুতগতিতে যাওয়ার সময় মহাসড়কের ফাঁসিয়াখালী রাস্তার মাথায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল মালেক (৩৫) নামে এক পথচারীর ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে গেলে তিনি সেখানে মারা যান।
নিহত আবদুল মালেক চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দন্ত চিকিৎসক ইসমাইল জানান, তিনি এসি বাসটি সাইটডালা খোলা দেখে পেছনে মোটর সাইকেল চালিয়ে গাড়ীটি দাঁড় করানোর জন্য অসংখ্যবার সিগনেল দিয়েছেন, কিন্তু একবারও সিগনেল গ্রহণ করেনি। ফলে মারাত্মক এই দুর্ঘটনায় মুহুর্তে চোখের সামনে দুই মৃত্যু হয়েছে।
অন্যদিকে, একই বাসটি পৌর বাসটার্মিনাল অতিক্রম করার সময় কোচপাড়া রাস্তার মাথায় পৌছলে কিচেন মার্কেটের দারোয়ান (নৈশপ্রহরী) জাফর আলমকে (৫৫) কে একই কায়দায় বাসের সাইট ডালার ধাক্কা দেয়। তাকে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। চমেকে নিয়ে যাওয়ার পথে তিনিই মারা যান।
ঢাকাগামী আইকনিক বাসটি চকরিয়া ক্রসিং করার সময় পথচারীরা ধাওয়া করে আটকিয়ে চকরিয়া পৌর বাস টার্মিনাল এনে রাখে। পরে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও সুরতহাল তৈরী করেন। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে
Comments