Image description

বকেয়া বেতন এবং ঈদের আগেই বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে উভয়দিকের যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

শনিবার সকাল ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় অবস্থিত বিএইচআইএস (BHIS) অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এই অবরোধ শুরু করেন। দাবি আদায়ে ব্যর্থ হয়ে তারা মহাসড়কে নেমে আসেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বেতন এখনো দেওয়া হয়নি। এর পাশাপাশি ঈদুল আজহার আগে বোনাস আদায় নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে বারবার কারখানা কর্তৃপক্ষকে বললেও কোন সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নামেন।

বিএইচআইএস অ্যাপারেলসে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করছেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কারখানায় প্রবেশের পর তারা কিছুক্ষণ কাজ করে বেরিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন।

ঘটনার পরপরই গাজীপুর শিল্প পুলিশ-২, টঙ্গী অঞ্চলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) এ কেএম জহিরুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে বেলা ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কর্মস্থলে যাওয়া অফিসগামী মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত বকেয়া বেতন ও ঈদের আগেই বোনাস পরিশোধ না করলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।