বগুড়ায় জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে উদীচীর সমাবেশ

বগুড়ায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে হামলা এবং উদীচী কার্যালয় ভাংচুরের প্রতিবাদে যশোরে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে শহরের জজ কোর্ট মোড়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ৭১ এর পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের জনগণ কোনো অশুভ শক্তিকে জেগে উঠতে দেবে না।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা আজ বিপন্ন। এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উদীচী যশোরের উপদেষ্টা ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, উপদেষ্টা আজিজুল হক মণি, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সহ সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, বাংলাদেশ গ্রাম থিয়েটার যশোরের সম্বনয়কারী হাফিজুর রহমান, কিংশুক সংগীত একাডেমির সাধারণ সম্পাদক আনোয়ারুল কবীর সোহেল, সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, উদীচী গদখালি শাখার সম্পাদক আব্দুর রহিম ও বাউলিয়া সংঘ যশোরের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি হারুন অর রশিদ, সুরধ্বনি সংগীত একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
Comments