
সিরাজগঞ্জের বেলকুচিতে বিষাক্ত অ্যালকোহল পান করে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। গত মঙ্গলবার রাতে কান্দাপাড়া বাজারে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৪টার দিকে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার দৌলতপুর উত্তরপাড়া (নাড়া মুড়ি) গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম (৪৫) এবং বারোপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)।
থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, গত মঙ্গলবার রাতে কান্দাপাড়া বাজারের হোমিওপ্যাথি চিকিৎসক বাবু শেখের দোকান থেকে নেশাজাতীয় অ্যালকোহল কিনে একসঙ্গে সেবন করেন কয়েকজন ব্যক্তি। এরপর তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় আবুল কালাম মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলমকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। একই ঘটনায় আবু হানিফ (৩৫) নামের আরও একজন বর্তমানে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য এখনও হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনার মূল অভিযুক্ত অ্যালকোহল বিক্রেতা হোমিওপ্যাথি চিকিৎসক বাবু শেখের ছেলে শফিকুল ইসলামকে আটক করেছে। পলাতক রয়েছেন আরেক অভিযুক্ত বাবু শেখ। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
Comments