Image description

খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম কর্ণকাঠি গ্রামের পাশে একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয়রা ধান ক্ষেতে পানি দেওয়ার সময় খালের পাশে নুরুল হকের মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় দেখা গেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা খবর পেয়ে আনুমানিক তিনটার দিকে ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল।"

এদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন মোঃ নুরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, "নুর ইসলামের মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"