Image description

মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে ইলিয়াছ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইলিয়াছ হোসেন ওই গ্রামের নেক্কার আলীর ছেলে।

বৃহস্পতিবার (০৮ মে) সকাল ৬ টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পরিবারের লোকজন ঘাতক জামাইকে আটক করেছে।

স্থানীয়রা জানান, ইলিয়াছ হোসেন সকালের দিকে তার শশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এসময় চাচা শশুর ইলিয়াছ হোসেন তাকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘাতক সবুজ আহম্মেদ ইলিয়াছ হোসেনের পেটে ছুরিকাঘাত করে। 

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। এদিকে ঘাতককে আটকিয়ে নিজেরা বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের বিক্ষুব্ধ লোকজন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এ্ই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে। তার মরাদেহ উদ্ধার এবং ঘাতককে পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।