Image description

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে লা লিগা শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রেলিগেশন নিশ্চিত হওয়া রিয়াল ভায়াদোলিদের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে বদলি নেমে রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে জয় নিশ্চিত করে কাতালানরা।

স্পেনে প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের পর বুধবার সান সিরোতে দ্বিতীয় লেগে নামবে বার্সা। সেই ম্যাচের কথা মাথায় রেখে এদিন মূল একাদশে বেশকটি পরিবর্তন আনেন কোচ ফ্লিক। তবে দলের শুরুটা ছিল হতাশাজনক। ম্যাচের ৬ মিনিটেই রিয়াল ভায়াদোলিদকে এগিয়ে দেন ইভান সানচেজ। তার শট বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর পায়ে লেগে দিক বদলে গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করে জালে জড়ায়। সেপ্টেম্বরের পর এ ম্যাচেই প্রথমবার মাঠে নামেন এই জার্মান গোলরক্ষক। 

কাতালানরা প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ তৈরি করতে পারেনি। আরও দুঃসংবাদ আসে যখন অভিষেক ম্যাচেই কাঁধে ইনজুরিতে পড়েন তরুণ মিডফিল্ডার দানি রদ্রিগেজ। মাত্র আধা ঘণ্টা খেলেই মাঠ ছাড়তে হয় তাকে। মিনিট দুয়েক ওয়ার্ম আপ করে ৩৮তম মিনিটে মাঠে আসেন লামিনে ইয়ামাল।