
সিরাজগঞ্জ সদরে স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর মারা গেছেন স্বামী। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার খোকশাবাড়ীতে এ ঘটনা ঘটে। প্রথমে স্ত্রী সুমিত্রা রানী শীল (৮৩) ও পরে স্বামী মহেন্দ্র নাথ শীল (৮৬) মারা যান। পরে বুধবার স্বামী-স্ত্রী দুজনকে সিরাজগঞ্জ পৌর ঘুড়কা মহাশ্মশানে একসঙ্গে দাহ করা হয়।
বৃহস্পতিবার (১ মে) সকালে নিহতদের নাতি উত্তম শর্মা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার দিদিমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এরপর মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঠিক ৩০ মিনিট পর তার দাদু স্টোক করে বাড়িতেই মারা যান। তার দাদু পেশায় নরসুন্দর ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সূত্রধর বলেন, স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। পরে তাঁদের শ্মশানে একসঙ্গে দাহ করা হয়।
Comments