Image description

যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামে ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাজু হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে রাজু হোসেনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রাজু হোসেন ঝিকরগাছা উপজেলার কাউরিয়া রেলগেট এলাকার শেখ আবুল কাশেমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ স্বামীসহ যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামে রাজু হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

বুধবার রাজু ভাড়াটিয়া ওই গৃহবধূকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণ করেন। 

ঝিকরগাছা থানার ওসি বাবুল আক্তার জানান, ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান সাংবাদিকদের বলেন, ‘ওই নারীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’