
ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ সরকারের তরফ থেকে ঘোষণা করা না হলেও ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি পুরোদমে ভোটের মাঠে রয়েছে। দলটির দীর্ঘদিনের রাজপথের সঙ্গী মিত্র দলগুলোও আটঘাট বেঁধে মাঠে নেমেছে। যদিও বিএনপি কোন কোন আসনে মিত্র দলের প্রার্থীদের ছাড় দেবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে কিছু আসনে মিত্রদের ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপির হাইকমান্ড।
নেতারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনি তফশিল ঘোষণা করলে আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আগেই মাঠ সাজানোর প্রস্তুতি নিচ্ছেন। জনগণের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিতে নিজ নিজ এলাকা নিয়ে নানা কর্মপরিকল্পনা তৈরি করছেন। একই সঙ্গে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিত্রদলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন তারা। এজন্য দ্রুত সময়ে নির্বাচনি রোডম্যাপ চান নেতারা। রোডম্যাপ ঘোষণা হলে পুরোপুরিভাবে নির্বাচনি কর্মকাণ্ড জোরদার করবে দলগুলো।
মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবে হলে ঢাকায় অন্তত তিনটি আসন তারা চাইবেন। তাদের প্রত্যাশা-শিগগিরই নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করবে সরকার।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির মিত্র দলগুলোর যেসব নেতা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-বগুড়া-২ আসনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ ও বাগেরহাট-১ আসন থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লক্ষ্মীপুর-৪ আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, ব্রাহ্মণবাড়িয়া-৬ ও ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভোলা সদর আসনসহ ঢাকার একটি আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, কিশোরগঞ্জ-৫ আসনে ১২-দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কুষ্টিয়া-২ আসন থেকে জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, ঢাকার একটি আসন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ফেনী-৩ আসন থেকে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল। চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলম, ময়মনসিংহ-৮ আসনে ড. আওরঙ্গজেব বেলাল, ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ, জয়পুরহাট-২ আসনে অধ্যাপিকা মোছা. কারিমা খাতুন। ঢাকা ৫-আসনে প্রস্তুতি নিচ্ছেন বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ, পঞ্চগড়-১ আসনে প্রস্তুতি নিচ্ছেন জাগপার রাশেদ প্রধান ও পঞ্চগড়-২ আসনে ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
এদিকে গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ কয়েকটি দলের শীর্ষ নেতা আগামী নির্বাচনকে সামনে রেখে নানা তৎপরতা চালাচ্ছেন।
Comments