
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। দ্রুত সময়ে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন এই প্রেমিকা। প্রেমিকার এমন অনড় অবস্থানের কারণে বাড়ি থেকে লাপাত্তা প্রেমিক ও তার পরিবার।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের পিঁপড়া খালী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২৪ জুন) রাত থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন আলিম দ্বিতীয় বর্ষে পড়ুয়া প্রেমিকা। প্রেমিক কাওসার খান (২৫) পিঁপড়া খালী গ্রামের মো. ফরিদ খানের ছেলে।
সুমি আক্তার স্থানীয় মানসুরাবাদ আলিম মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং একই গ্রামের হাসান আলী পেদার মেয়ে।
অবস্থানরত প্রেমিকা বলেন, গত ৩ বছর পূর্বে সামাজিক যোগাযোগের মাধ্যমে কাওসারের সাথে আমার পরিচ হয়। পরবর্তীতে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। সে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। ইদানীং সে আমাকে এড়িয়ে চলছে। ফোন দিলে বলে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। যা হয়েছে তা ভুলে যাও, আমাকে ক্ষমা করে দাও। তাই নিরুপায় হয়ে আমি তার বাড়িতে গতকাল রাতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেই। কিন্তু তারা আমার উপস্থিতি টের পেয়ে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। আমাকে যদি বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই।
মির্জাগঞ্জ থানার ওসি তদন্ত মো. হুমায়ুন কবির বলেন, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা স্থানীয় মেম্বার বা জনপ্রতিনিধরা সমাধান দিতে পারেন।
মানবকণ্ঠ/এসআরএস
Comments