Image description

ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন– ধানমন্ডি মিছিলের আয়োজক মো. সজিবুল ইসলাম হৃদয় (২৩), ওয়ারী থানা ৩৯নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ (২৩), লালবাগ থানার স্বেচ্ছাসেবকলীগের কর্মী মো. রায়হান ওরফে পলিন (২৮),পল্টন থানার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য মো. শাহাদাৎ নবী খোকা (৪২), শেরেবাংলা নগর থানার ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান মানিক (৩০), কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.জামিল হোসেন পলাশ (৫৮), শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগ সেক্রেটারি মো.গোলাম মোস্তফা (৫০) ও নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ (৪১)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন