
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ১২ দিন পর সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পুরোদমে ক্লাস শুরু হবে আগামী বুধবার (৬ আগস্ট)। সোমবার থেকে বিভিন্ন শ্রেণির পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।
এর আগে রোববার (৩ আগস্ট) স্কুল খুললেও কোনো শিক্ষা কার্যক্রম হয়নি। ওইদিন নিহত ও আহতদের জন্য দোয়া এবং শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা অংশ নেয়।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, 'ক্লাস টু, থ্রি ও ফোরের শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। যেসব শিক্ষার্থী ট্রমার মধ্যে আছে, তাদের এবং তাদের অভিভাবকদের কাউন্সেলিং করানো হচ্ছে।' আগামী তিন মাস এই কাউন্সেলিং কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।
Comments